বাড়িঅন্যান্যঅগ্রিম বেতন পরিশোধ না করলে রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হবে না

অগ্রিম বেতন পরিশোধ না করলে রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হবে না

সিলেটের ওসমানী নগর উপজেলার তাজপুর ডিগ্রী কলেজে অগ্রিম ৪ মাসের বেতন ও নিয়মবহির্ভূত আরো একশত টাকা পরিশোধ না করলে এইচএসসির ২০২১-২০২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি কৃত ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশনের সুযোগ না দেয়ার অভিযোগ উঠেছে।

বিগত ১০/০৪/২০২২ ইং তারিখে তাজপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনু মিয়া স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, বিজ্ঞপ্তিতে লিখা হয় সদ্য ভর্তিকৃত এইচএসসি এর সকল ছাত্র-ছাত্রীদের আগামী ১৮,১৯ ও ২০ এপ্রিল ২০২২ এর মধ্যে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে কলেজে সশরীরে হাজির হয়ে।

এজন্য প্রত্যেক ছাত্র-ছাত্রীকে আগামী জুন মাস পর্যন্ত মাসিক বেতন প্রতি মাসে তিনশত টাকা হারে ১২০০ টাকা পরিশোধ করার নির্দেশ দেয়া হয়, অন্যথায় তাদের রেজিস্ট্রেশন করার কোন সুযোগ দেয়া হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক ভর্তিকৃত কলেজের কিছু ছাত্র-ছাত্রী অভিযোগ করে বলে বিজ্ঞপ্তি অনুযায়ী শুধু ১২০০ টাকাই নয় এর সাথে আরও অতিরিক্ত একশত টাকা রেজিস্ট্রেশন এর মেনটেনেন্স ফি হিসেবে দাবি করছেন কলেজ কতৃপক্ষ।তারা অভিযোগে বলেন মাত্র কিছুদিন পূর্বে আমরা কলেজের নির্ধারিত ২৫০০ টাকা দিয়ে ভর্তি হয়েছি, কিন্তু এর মধ্যেই অধ্যক্ষ আবার নতুন করে অগ্রিম চার মাসের বেতন এর সাথে অতিরিক্ত একশত টাকা দাবি করছেন রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য, আমরা টাকা দিতে পারিনি বলে আমাদের রেজিস্ট্রেশন করতে দেয়া হয়নি, অনেকেই বাধ্য হয়ে ভয়ে টাকা দিচ্ছেন। অথচ এই ধরনের অনিয়মের বিরুদ্ধে কেউ কোন কথা বলছেন না।

তাজপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনু মিয়ার সাথে যোগাযোগ করা হলে, অগ্রিম চার মাসের বেতন এবং সাথে অতিরিক্ত একশত টাকা নেয়ার কথা তিনি স্বীকার করেন। তবে তিনি বলেন কেউ যদি এখন টাকা পরিশোধ করতে না পারে তবে ঈদের পরেও দিলেও চলবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments