
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর রায়পুরা উপজেলায় সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুরে মারা গেলেন ডাক্তার লতা আক্তার।
গত ২৫ ফেব্রুয়ারি সাবেক স্বামী খলিলুর রহমান লতার শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে নিজের শরীরে আগুন লাগিয়ে দেন। পরে তাদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ দুপুরে চিকিৎসক লতা আক্তার মারা যায়। এর আগে তার স্বামীও সেই আগুনে দগ্ধ হয়ে মারা যান।
জানা যায়, নিজের পছন্দে লতা খলিলুরকে ভালোবেসে বিয়ে করে। পরে লতা জানতে পারে তার স্বামী পেশায় একজন ড্রাইভার। এ কারণ স্বামীকে ডিভোর্স দিয়েছে চিকিৎসক স্ত্রী লতা আক্তার। এরই জেরে রায়পুরার মরজালে লতার গ্রামের বাড়ি গিয়ে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরে তার নিজের শরীরেও আগুন লাগিয়ে দেয় ড্রাইভার স্বামী খলিলুর।
লতা আক্তার রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের ব্রাহ্মণের টেক গ্রামের মফিজুর রহমানের মেয়ে। সাবেক স্বামী খলিলুর রহমান গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বেলাশী গ্রামের আতর আলী ব্যাপারীর ছেলে।