বাড়িঅন্যান্যআন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে গলাচিপায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে গলাচিপায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

শিশির হাওলাদার,গলাচিপা (পটুয়াখালী)
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বো আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা সম্প্রসারণ ভবন হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুর্নীতি দমন ও প্রতিরোধ করনীয় শীর্ষক আলোচনা সভা সভাপতিত্ব করেন মিসেস শাহিদা বারেক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাছিম রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আকরামুজ্জামান, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ সজল দাস, উপজেলা জামায়েত ইসলাম আমির ডাঃ মোঃ জাকির হোসেন, উপজেলা গন অধিকার পরিষদের আহবায়ক মোঃ হাফিজুর রহমান খান, প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিলটন, দুর্নীতি কমিটির সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র শীল। এছাড়াও কমিটির সদস্য আবুবক্কর শিবলী,সবুজ পাল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ এবং গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ। সভায় দুর্নীতি প্রতিরোধে নানা কর্মসূচি ও বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচি গ্রহণ করা হবে বলে বক্তব্যে বিভিন্ন মতামত তুলে ধরেন।  
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments