
মোঃইনামুল হক,বদরগঞ্জ(রংপুর)শিক্ষানবিশ প্রতিনিধিঃ
ময়লা-আবর্জনায় সয়লাব বদরগঞ্জ পৌরসভা এলাকা। সব সড়কেই চোখে পড়বে ময়লার স্তূপ। সড়কের পাশের ভাগাড়গুলো উপচে পড়ছে। গোটা শহরেই একধরনের অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। দিনের পর দিন চলে আসা এ পরিস্থিতি নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন শহরের বাসিন্দারা।
আজ বৃহস্পতিবার সকালে সরেজমিন বদরগঞ্জ পৌরসভার অধীন শহরের উত্তর বালুয়াভাটা , বালুয়াভাটা প্রফেসর পাড়া মসজিদ সংলগ্ন বকুল ছাত্রাবাসের পাশে, লিচুবাগান কবরস্থান মোড়, আবাসিক এলাকার সড়ক, মন্ত্রীবাজার পুরাতন সাইকেল হাটি , সাহাপুর কালিমন্দির সংলগ্ন , এলাকা ঘুরে দেখা গেছে প্রতিটি সড়কের কোথায়ও না কোথায়ও ময়লার স্তূপ পড়ে আছে। তারপরও পৌরসভার পরিচ্ছন্নতার কাজে থাকা গাড়িগুলো ময়লা সরিয়ে নিচ্ছে না। ময়লা-আবর্জনা মাড়িয়ে সড়কে চলাচল করতে চরম ভোগান্তিতে পড়ছেন নাগরিকেরা।
ধর্মীধও প্রতিষ্ঠান এবং বসতবাড়ির পাশে, ময়লার দুর্গন্ধে বিরক্তি প্রকাশ করেন কয়েক জন এলাকা বাসি। তারা দৈনিক প্রথম বাংলা কে বলেন, ‘গত দুই সপ্তাহের বেশি সময় ধরে ভাগাড়টি থেকে ময়লা সরানো হয় না। ময়লার দুর্গন্ধে হাঁটা দায়। এসব দেখার কেউ নেই।’
শহরের উত্তর বালুয়াভাটা মালেকের মোড় সংলগ্ন ময়লা মাড়িয়েই চলার সময় পথচারী স্কুল শিক্ষিকা হালিমা আক্তার বলেন, নাক চেপে ধরে ময়লার পাশ দিয়ে কর্মস্থলে যে হয়। আমাদের এই ময়লার দুর্গন্ধ অসহ্য হয়ে গেছে।