
মো, নাসির উদ্দিন। আমতলী( বরগুনা ) সংবাদদাতা
শতভাগ বিভাগীয় পদোন্নতি সহ সহকারী প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারন এর দাবীতে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে বুধবার বিকেলে আমতলী উপজেলা পরিষদ এর সামনে এক মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়েছে । সমন্বয় কমিটির আহবায়ক মো: জাকির হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঘন্টা ব্যাপী মানব বন্ধনে বক্তব্য রাখেন , প্রাথমিক শিক্ষক সমিতির,সভাপতি মো: রবিউল আলম ও সাধারণ সম্পাদক মো জিল্লুর রহমান ,শিক্ষক আবুল কালাম , লোকমান হাকিম ,রাসেল ,বশির উদ্দিন (প্রমুখ) মানববন্ধন শেষে আমতলী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিলি প্রদান করা হয় ।