বাড়িবাংলাদেশেখুলনা বিভাগআসন্ন দুর্গা পূজায় বেনাপোলে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ।

আসন্ন দুর্গা পূজায় বেনাপোলে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ।

সিয়াম খান,শার্শা(যশোর) শিক্ষানবিশ প্রতিনিধি:

দুর্গা পূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা চার দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি।তবে এ সময় বেনাপোল শুল্ক ভবন ও বন্দরে পণ্য উঠানামা, খালাস এবং বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, দুর্গা পূজার সরকারি ছুটির কারণে ৯ অক্টোবর (বুধবার) থেকে ১২ অক্টোবর (শনিবার) পর্যন্ত পেট্রাপোল বন্দরের কাজকর্ম বন্ধ থাকবে। তাই এ সময় বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

তবে ইলিশের চালান গ্রহণ করা হবে। ১৩ অক্টোবর (রোববার) সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি চালু হবে বলে জানান কার্ত্তিক চক্রবর্তী।

দুর্গা পূজার ছুটির কারণে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গের ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে বিষয়টি অবহিত করেছেন বলে জানান বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজীব নাজির বলেন, দুর্গা পূজার ছুটির বিষয়টি ওপারের কাস্টমস কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্টরা জানিয়ে দিয়েছেন।

তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে পণ্য উঠানামা, খালাস ও পণ্যের শুল্কায়ন কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলবে। বেনাপোল বন্দরে পণ্য খালাসের পর ভারতীয় ট্রাক দেশে ফিরে যেতে পারবে।বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আযহারুল ইসলাম বলেন, পূজার ছুটির সময় দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments