
এস এম নাসির মাহমুদ,আমতলী( বরগুনা) প্রতিনিধি।
আমতলীর রহমান পেট্রোলিয়াম ফিলিং স্টেশনের মালিক ইঞ্জিনিয়ার তালাল রহমান সিজি এইচ পোলাস্কা পোল্যান্ড এবং কাদাটেক চেক রিপাবলিকান নামের আরেকটি কোম্পানির সাথে নতুন ডিলারশিপের জন্য স্বাক্ষর করেছেন।
তার নতুন কোম্পানির নাম রহমান এলপিজি ট্যাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান। এটি ইউরোপে তার নতুন ব্যবসায়িক শাখা। তার এই সাফল্যের অর্জনের জন্য এলাকায় খুশির জোয়ারে ভাসছে। ইঞ্জিনিয়ার তালাল রহমান সকলের কাছে দোয়া কামনা করছেন।