বাড়িময়মনসিংহ বিভাগজামালপুর জেলাইসলামপুরে চার সন্তানের জন্ম দিলেন নারী।

ইসলামপুরে চার সন্তানের জন্ম দিলেন নারী।

হাফিজুর রহমান,সরিষাবাড়ী(জামালপুর) শিক্ষানবিস প্রতিনিধি।

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় একসাথে চার সন্তানের জন্ম দিয়েছেন মোছা: খুশি বেগম নামক এক গৃহবধূ ।

বুধবার (১৫ মে) ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন পুত্র সন্তান ও এক কন্যা সন্তান জন্ম দেন তিনি।

খুশি বেগম ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার এলাকার রিকশা চালক শফিকুল ইসলামের স্ত্রী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এ এ এম আবু তাহের জানান, নরমাল ডেলিভারির মাধ্যমে তিন পুত্র সন্তান ও এক কন্যা সন্তানসহ চার সন্তান প্রসব করে তিনি। বাচ্চার ওজন কম হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক জনাব মোঃ মাহফুজুর রহমান বিকাল সোয়া ৩টায় তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments