
মো: ফায়সাল (সৈয়দপুর, নীলফামারী)শিহ্মানবীস প্রতিনিধি।
ঈদের উপহারস্বরুপ পাঁচ হাজার মানুষকে কাপড় বিতরণ করলেন এমপি সিদ্দিকুল আলম সিদ্দিক।
নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিকের দেওয়া একটি শাড়ি ও একটি করে লুঙ্গি পেলেন পাঁচ হাজার মানুষ। এ উপলক্ষে উপজেলার বোতলাগাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (৮ এপ্রিল) দুপুরে ওই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি নিজেই। সংসদ সদস্য সিদ্দিকুল আলম জানান, প্রতিবছর তিনি পৈতৃক ভিটা সৈয়দপুরের বোতলাগাড়িতে ঈদে শাড়ি, লুঙ্গিসহ ঈদ সামগ্রী বিতরণ করে আসছেন। প্রথম দিনে তিনি ৫ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। পরদিন কয়েকটি পয়েন্টে আরও পাঁচ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করবেন জানান তিনি । তিনি একাধারে শিল্পপরিবার ইকু গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক।
শাড়ি ও লুঙ্গি বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন ইকু গ্রুপের পরিচালক ইরফান আলম ইকু, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিরুজ্জামান, সাংবাদিক তোফাজ্জল হোসেন, জাকির হোসেন, শাহজাহান আলী প্রমুখ। এসব বিতরণে সহযোগিতা করেন ইকু গ্রুপের শ্রমিক- কর্মচারীরা।