
এস এম নাসির মাহমুদ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
রবিবার দুপুরে এনএসএস ওয়ার্ল্ড ভিশন সংগঠিত কমিউনিটি ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের হাতে আপদকালীন সরঞ্জামাদী হস্তার করা হয়েছে। এ উপলক্ষে এনএসএস প্রশিক্ষণ কেন্দ্রে এক সভার আয়োজন করা হয়।
এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে আপদকালীন সরঞ্জামাদি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএকাদের মিয়। সভায় বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন এর স্পন্সরশীপ অফিসার হিউবাট লিটন কোরাইয়া, সাংবাদিক এস এম নাসির মাহমুদ ও এনএসএস এর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার প্রমুখ। পরে প্রধান অতিথি কমিউনিটি ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের হাতে আপদকালীন সরঞ্জামাদী ট্রাঙ্ক ১টি,ম্যাগাফেন ১টি, রেইনকোর্ট ৭টি, গামবুট ৭জোড়া, টর্চলাইট ১টি স্ট্রেচার ১টি, হেলমেট ৭টি, হ্যান্ডগ্লোভস ৭জোড়া ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম বক্স ১টি করে তুলে দেন।