বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাএবার ঈদে চমক দেখালেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

এবার ঈদে চমক দেখালেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

বিনোদন ডেস্ক: 

এবার ঈদে ফিল্মি স্টাইলে দেখা গেল জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে।”দ্য লাস্ট ডন” শিরোনামে গানের ভিডিওতে ডন চরিত্রে অভিনয় করেন তিনি। ১৭ই জুন বিকেলে মুক্তি পায়  গানের ভিডিওটি। ইতিমধ্যে দর্শকদের মাঝে এই গানটি তুমুল আলোচিত। গানের ভিডিওতে এর আগে অভিনয় করলেও অ্যাকশন ভিডিওতে প্রথম দেখা গেল আসিফ আকবরকে।আসিফ আকবরকে নতুন রূপে দেখতে পেয়ে দর্শকরা খুবই আনন্দিত।

মিউজিক্যাল ফিল্মটির প্রসঙ্গে আসিফ আকবর বলেন, “একজন গায়ক গান গায়, আনন্দের জীবন তার।   এক সময় তার   চোখে  ধরা পড়ে যাপিত জীবনের  নিকৃষ্ট  অংশগুলো। অথচ সে নিজেও এই নোংরা  সমাজের  অংশ। বিচারের বাণী কাঁদছে নিভৃতে।”

নির্মাতা সৈকত নাসির বলেন, এই ভিডিওটির শুটিং সম্পন্ন হতে প্রায় ছয় মাস লেগেছে। কণ্ঠশিল্পী আসিফ আকবরের একান্ত পরিকল্পনা ও ইচ্ছায় এই কাজ সম্পন্ন হয়। এতে তিনটি অ্যাকশন দৃশ্য রয়েছে।

প্রতিটি দৃশ্যে আসিফ আকবর অভিনয় করেছেন। আসিফ আকবরের সঙ্গে অভিনয় করেছেন জেবা জান্নাত।  “দ্য লাস্ট ডন” গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান   এবং   সুর করেছেন   জাবেদ আহমেদ কিসলু।

সমাজে বিদ্যমান বিভিন্ন অন্যায় যেমন শিশু ধর্ষণ ও  পাচার, তাদের অঙ্গ কর্তন করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা ও নারী পাচারের প্রতিবাদে এই গানটি তৈরি করা হয়েছে। এই গানের মাধ্যমে কণ্ঠশিল্পী আসিফ আকবর ভিন্ন রূপে পরিচিতি লাভ করলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments