
নিজস্ব প্রতিবেদক ধামরাই ঢাকা :
ঢাকার ধামরাইতে একটি স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এস এ মডেল স্কুল। প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনেক বর্ণাঢ্যভাবে পালিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তব্য এবং গানে মাতোয়ারা ছিল অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় ফলাফল প্রতিষ্ঠানটির প্রথম বছরেই সাফল্য সন্তোষজনক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্নার ইউনিয়ন বিএনপি’র সভাপতি জনাব মো: শহীদুল্লাহ।সভাপতির আসন অলংকৃত করেছিলেন ধামরাই উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জনাব বাদেশ আলী ফকির।অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জনাব মো: শাহজাহান মিয়া সভাপতি কুল্লা ইউনিয়ন বিএনপি। আরো উপস্থিত ছিলেন জনাব আবু বকর সিদ্দিক সিনিয়র সহ-সভাপতি নান্নার ইউনিয়ন বিএনপি। জনাব মোঃ তারেক উজ জামান সাংগঠনিক সম্পাদক নান্নার ইউনিয়ন বিএনপি।জনাব মো:রুবেল আহমেদ পল্লব ছাত্রদল নেতা ধামরাই উপজেলা সহ আরো অনেকে। শিক্ষার্থীদের লেখাপড়া ও খেলাধুলায় আগ্রহী করার জন্য বিদ্যালয়ের শিক্ষকগণ বক্তব্য রাখেন। তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার শামীম হোসেন অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। সর্বমোট ৪৫ টি ইভেন্টের পুরস্কার প্রদান করা হয়। মেধাতালিকায় যারা প্রথম দ্বিতীয় ও দ্বিতীয় স্থান অর্জন করেছে তাদেরকেও পুরস্কৃত করা হয়। বাকি শিক্ষার্থীদের সান্তনা পুরস্কার প্রদান করা হবে যাতে ভবিষ্যতে তারা খেলাধুলায় আগ্রহের কমতি না থাকে। সহকারী শিক্ষক রবিন হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ রূপ ধারণ করে। সেই সাথে বিদ্যালয় এর স্বেচ্ছাসেবকদের সেবামূলক কাজের কর্মদক্ষতা সকলের মন কারে। নিজ হাতে শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করে পরিচালক পরিষদের অন্যতম সদস্য জনাব আরিফুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের ভুল ত্রুটির প্রতি ক্ষমার দৃষ্টি রাখার জন্য অনুরোধ করেন। সর্বশেষে সভাপতির সমাপনী ভাষনে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।