বাড়িঅন্যান্যওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন : ৫প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন : ৫প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইকালে ৫জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। সোমবার বাছাইকালে ভাইস চেয়ারম্যান প্রার্থী জুয়েল মিয়া, হাজী মখলিছ মিয়া, মাওলানা মোঃ আবদুল বাছিত, খন্দকার মাসুম আহমদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মহিমা সুলতানার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ও সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুরাদ উদ্দিন হাওলাদার। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পদে নয় জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।তফসিল অনুযায়ী গতকাল ছিল

মনোনয়নপত্র বাছাইয়ের দিন এবং আগামী ১৭অক্টোবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তফশিল অনুযায়ী আগামী ২ নভেম্বর ৮ ইউনিয়নের ৫৪টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ১লাখ ৪৭ হাজার ৯৭১ জন নারী-পুরুষের ভোট গ্রহণ করা হবে।

রিটার্নিং অফিসার মোঃ মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, মনোনয়নপত্র বাছাইকালে ভাইস চেয়ারম্যান পদে ৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments