বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাকক্সবাজারের ও উখিয়া-টেকনাফে পুলিশের পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ আটক ৫ 

কক্সবাজারের ও উখিয়া-টেকনাফে পুলিশের পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ আটক ৫ 

 শামসুল আলম শারেক,টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া’য় পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ’সহ ৫ জনকে আটক করেছে।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম।

পুলিশ সুপার আরো বলেছেন বৃহস্পতিবার ভোরে একদল ডাকাত ডাকাতি সংঘটিত করার প্রস্তুতি কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের কে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্রও গোলাবারুদ সহ আটক করেছেন।

আটককৃতরা হলেন, উখিয়া উপজেলার জালিয়াপালং ইউপির মাদারবনিয়া এলাকার মোহাম্মদ ছৈয়দের ছেলে মোস্তাক আহমদ (৩৭), মোস্তাক আহমদের স্ত্রী লতিফা আক্তার (৩৪), মৃত নুর নবীর ছেলে কাশেম ওরফে মনিয়া (৩৮), মহেশখালীর মাঝের ডেইল এলাকার আনজু মিয়ার ছেলে রবিউল আলম (২৮), শুক্করিয়া পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে মোঃ বেল্লাল হোসেন (৩৮)।

পুলিশ সুপার মাহফুজুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি , কতিপয় ডাকাত ও অস্ত্র ব্যবসায়ী মিয়ানমার থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে এসে অপরাধী চক্রের কাছে হস্তান্তরের জন্য সংঘবদ্ধ অবস্থান করছে।

এমন সংবাদে উখিয়া ও টেকনাফ থানার একদল পুলিশ সদস্য অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় উখিয়া থানার মাদারবুনিয়া এলাকায় গহিন পাহাড়ে অপরাধীদের অবস্থান শনাক্ত করে টানা ৩-৪ ঘণ্টা অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ মোস্তাকসহ অস্ত্র ব্যবসায়ী রবি আলম, কাশেম এবং মোস্তাকের স্ত্রীকে ২টি ওয়ান শুটার গান (এলজি), ৭৭ রাউন্ড গুলি এবং ২৪টি গুলির খোসাসহ গ্রেপ্তার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে তাদের দলের কতিপয় সদস্য কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের পলাতক সদস্যদের নিকট আরো আগ্নেয়াস্ত্র ও গুলি রয়েছে।

পরে পলাতকদের গ্রেপ্তার ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য পালংখালী দুর্গম পাহাড়ে অস্ত্র ব্যবসায়ী রবি আলমের আস্তানায় অভিযান চালিয়ে পলাতক বেল্লালকে টেকনাফের বাহার ছড়া থেকে গ্রেপ্তার করা হয়।

তার তথ্যের ভিত্তিতে শামলাপুর এলাকায় বালির নিচে রাখা ১টি বিদেশি এ-৩ রাইফেল, ১টি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার মোস্তাক একাধিক ডাকাতি, অস্ত্র, মাদক মামলার আসামি এবং তার বিরুদ্ধে ৪টি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি রয়েছে। অস্ত্র ব্যবসায়ী রবি আলম দীর্ঘদিন ধরে পালংখালী এলাকায় দুর্গম পাহাড়ে অবস্থান করে অস্ত্র কেনা-বেচা চালিয়ে আসছে। তার নামে মহেশখালী থানায় একাধিক অস্ত্র, মাদক, অপহরণ ও খুন মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে উখিয়া ও টেকনাফ মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত ২টি মামলা রুজু করা হয়েছে। এবং অস্ত্র ব্যবসায়ী চক্রের অপর অপরাধীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, উখিয়া-টেকনাফ সার্কেল রাসেল, টেকনাফ মডেল থানার (ওসি) মুহাম্মদ ওসমান গনি, উখিয়া থানার (ওসি) মো. শামীম হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments