বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাকক্সবাজারে উখিয়া হতে সশস্ত্র৩ ছিনতাইকারী আটক।

কক্সবাজারে উখিয়া হতে সশস্ত্র৩ ছিনতাইকারী আটক।

শামসুল আলম শারেক, টেকনাফ( -কক্সবাজার) প্রতিনিধি। 

কক্সবাজার উখিয়া ময়নারঘোনা রোহিঙ্গা বাজারে ৩জন সশস্ত্র ছিনতাইকারী গ্রেফতার ; দেশীয় কুড়াল হাতুড়ি ও ছুরি উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,গত ১২ মার্চ রাতের প্রথম প্রহরে কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে উখিয়া উপজেলার পালংখালী ইউপির ময়নারঘোনা মরাগাছ তলা রোহিঙ্গা বাজারস্থ মাছ বাজারের পশ্চিম পাশে অভিযান চালিয়ে পালংখালী জামতলীর মোঃ মীর কাশেমের পুত্র মোঃ সিফাত (১৯), বালুখালীর মোঃ মীর কাশেমের পুত্র শাহিন ইমরান রনি ওরফে মিজান (১৭) এবং জামতলীর আলী আকবরের পুত্র মোঃ আজিজুর রহমান (১৭) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উক্ত স্থানে ছিনতাই/ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছিল বলে জানায় এবং র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের নিকট ধৃত হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃতদের তল্লাশী করে তাদের হেফাজত হতে স্টীলের হাতলে সংযুক্ত মোটর বাইকের ডিস্ক দিয়ে তৈরী ১টি দেশীয় কুড়াল সদৃশ বস্তু, ১টি হাতুড়ি, ২টি ছুরি, ৩টি বাটন ফোন এবং নগদ ৪শ ৭০টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাত দলটি একত্রে সমবেত হয়ে স্থানীয় জনসাধারণকে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে মূল্যবান সামগ্রী, অর্থ-কড়ি ও মোবাইল ছিনতাই করতো। গ্রেফতারকৃতরা ইতিপূর্বেও উখিয়াসহ জেলার বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই ও ডাকাতির মত অপরাধের করেছে বলে স্বীকার করে।

মিডিয়া কর্মকর্তা আরো জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments