
আবু সালেহ মোঃ হামিদুল্লাহ ।। কটিয়াদী,(কিশোরগঞ্জ) নিজস্ব প্রতিনিধি।।
“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসব – ২০২৫ উদযাপন উপলক্ষ্যে কটিয়াদী উপজেলা প্রশাসন কর্তৃক এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) কটিয়াদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো: মাঈদুল ইসলাম। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) লাবণী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ওসি হাবিবুল্লা বাহার, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহমুদুল হাসান, কটিয়াদী প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন ভূঞা সবুজ এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল।