
এস এম নাসির মাহমুদ , আমতলী (বরগুনা) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে ওয়াটার উইমেন নামে একটি প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অক্সফামের সহযোগিতায় নজরুল স্মৃতি সংসদ এনএস এ সভার আয়োজন করে।
কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিপিবির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামন, কলাপাড়া উপজেলার জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো. ইব্রাহিম হোসেন, স্থানীয় সরকার প্রতিনিধি মো. মাঈনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা বেগম, এলজিইডির উপসহকারী প্রকৌশলী আবু সায়েম লতা চাপলি ইউনিয়ন পরিষদেও প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল নিজাম, এলজিইডির উপসহকারী মো. আবু সায়েম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহরিয়ার রিজবী লিমন। সভায় স্বাগত বক্তব্য রাখেন এনএসএস এর মিডিয়া এন্ড কমিউনিকেশন কো-অর্ডিনেটর জাকির হোসেন। প্রকল্পের লক্ষ উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন মো. আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্জালনা করেন এনএসএসএর টেকনিক্যাল অফিসার মো. জাহিদুল ইসমলাম।
এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা বলেন, এই প্রকল্পের আওতায় কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নে ১হাজার ৫শ’ নারীদের উপকারভোগী নির্বাচন করা হবে। তাদের নেতৃত্বের বিকাশ এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে সুলভমূল্যে নিরাপদ পানি বাজারজাত করে পানি বাহিত রোগ প্রতিরোধে অবদান রাখা এবং ওয়াটার ও স্যানিটেশন সম্পর্কে শিক্ষাথর্ী এবং কমিউনিটির জনগনকে আরো বেশী সচেতন করা হবে। এই প্রকল্পে মাধ্যমে কমিউনিটিতে রিভার্স অসমোসিস প্রক্রিয়ায় লবন পানিকে জীবানুমুক্ত করে মিষ্টি পানিতে রুপান্তরের জন্য ২টি প্লান্ট এবং ৮টি ফিল্টার স্থাপন করা হবে।