
কসবা(ব্রাহ্মণবাড়িয়া)নিজস্ব প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় ১১ মার্চ-২০২৫ সকাল ১১ টায় কসবা উপজেলার ভোটার হালনাগাত উপলক্ষে সভা অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার ভোটার হালনাগাত ২০২৫ উপলক্ষে সমন্বয় সভা, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে , আজ মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ,উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল ইসলাম ।
উপজেলার নির্বাচন কমিশনার ,মনিরুল ইসলামের এর সন্চালনায়, বক্তব্য রাখেন গণমাধ্যমের নেতৃবৃন্দ ,শিক্ষক এনজিওর কর্মকর্তা সহ আরো অনেকে। অনুষ্ঠানে সাধারণ ভোটারদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনা উঠে আসে,
ছবি সহ ভোটার হালনাগাত ২০২৫ কসবা উপজেলার ১২টি স্থানে নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে , কসবা পৌর উচ্চ বিদ্যালয়,সিরাজুল হক স্কুল এন্ড কলেজ, মান্দার পুর উচ্চ বিদ্যালয়,, আকছিনা কুল্লাবাড়ী দাখিল মাদ্রাসা,দেলী উচ্চ বিদ্যালয়, হাজীপুর শহীদ স্বরনিকা উচ্চ বিদ্যালয় , চন্ডিদার উচ্চ বিদ্যালয়,রাবেয়া মান্নান উচ্চ বিদ্যালয়, কুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়,পুরকুইল গাউছিয়া ফোরকানিয়া ফাজিল মাদ্রাসা,তালগাছ এন আই ভূঁইয়া উচ্চ বিদ্যালয়, এই সব গুলো কেন্দ্র ভোট তুলা হবে, এবং নতুন ভোটারদের ভোট তুলার জন্য সন্ধ্যার পর পর্যন্ত,ভোট তুলার কাজ চলমান থাকবে।