সিরাজুল ইসলাম,কাঠালিয়া(ঝালকাঠী)শিক্ষানবিশ প্রতিনিধি।
কাঁঠালিয়া উপজেলার বটতলা বাজারের দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে জানা যায়,
মো:জামাল ও শ্রী অনুতাপ দুপুর ১২টার পরে দোকান বন্ধ করে বাড়িতে যায় বিকেল চারটায় দোকান খুলে দেখতে পায় তাহাদের দোকানের জানালা ভাঙ্গা ও দোকানের মালামাল লুট করে নিয়ে গেছে।
তাৎক্ষণিকভাবে বটতলা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ও সভাপতি মোঃ সিরাজুল ইসলাম রনি সিকদারকে অবহিত করেন।
তাহারা ঘটনাস্থলে এসে কাঠালিয়া থানা ইনচার্জ মোঃ কাইয়ুম হোসেনকে জানান তিনি ইমিডিয়েট ফোর্স পাঠিয়ে অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তদন্ত সাপেক্ষে দুষ্কৃতকারীদেরকে ধরা হবে বলে সবাইকে আশ্বস্ত করেন। সমগ্র বটতলা বাজার ব্যবসায়ীরা ও এলাকাবাসী দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি আশা করেন।