বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকাপাসিয়ায় কামিল মাদরাসার শিক্ষার্থীদের সবক প্রদান

কাপাসিয়ায় কামিল মাদরাসার শিক্ষার্থীদের সবক প্রদান

মোঃমোজাম্মেল হোসেন ।। কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি 
জীপুরের কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী রাউৎকোনা কামিল মাদরাসার কামিল শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মাদরাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সবক প্রধান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে শিক্ষার্থীদের সবক প্রদান করেন ঢাকার উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ডা. মাওলানা মোঃ আনোয়ার হোসাইন মোল্লা।
অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ জয়নাল আবিদীনের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা ফরহাদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, কেন্দ্রীয় সূরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোঃ সালাহ উদ্দীন আইয়ূবী।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কামড়া মাশক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ মোল্লা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, বিএনপি নেতা মফিজ উদ্দিন খান, শিক্ষার্থী ইংরেজি বক্তা খাদিজা আক্তার, আরবি বক্তা ইসরাত জাহান মিলি ও সাবিহা বিন রামিছা প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের কোরয়ান তেলাওয়াত করেন শিক্ষার্থী মীর আব্দুল্লাহ ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মোঃ ওসমান।
১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এ মাদরাসায় কামিলে ৬০ জন শিক্ষার্থী সবক নিয়েছে। মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী তাদের বক্তব্যে প্রধান অতিথির নিকট অত্র মাদ্রাসাকে কামিল পরীক্ষার সেন্টার হিসাবে অনুমোদন দেওয়ার দাবি করেছেন। এসময় প্রধান অতিথি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম তাঁর বক্তব্যে রাউৎকোনা মাদরাসায় কামিল শিক্ষার্থীদের পরীক্ষার হিসাবে সেন্টার দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments