বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে সন্ত্রাস  চাঁদাবাজি ও মাদক বিরোধী সমাবেশ 

কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে সন্ত্রাস  চাঁদাবাজি ও মাদক বিরোধী সমাবেশ 

মোঃমোজাম্মেল হোসেন ,কাপাসিয়া (গাজীপুর)বিশেষ প্রতিনিধি 
গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার বিকালে স্থানীয় চাঁদপুর বাজারে সন্ত্রাস, দুর্নীতি, দখলদারি, চাঁদাবাজি ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
উপজেলার চাঁদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এস এম ছোলাইমান এর সভাপতিত্বে ও মাওলানা মামুনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া থানার এস আই আমিনুল ইসলাম,  কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সহকারী সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহ, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন।
 অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কামড়া মাশক ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদ মোল্লা, সাবেক অধ্যক্ষ মাওলানা ফাইজুল কবির সিদ্দিকী, মাওলানা আব্দুল আজিজ, সাখাওয়াত হোসেন সাকির প্রমূখ। 
বক্তারা সন্ত্রাস, দুর্ণীতি, দখলদার, চাঁদাবাজি ও মাদক প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments