কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কালিয়াকৈর ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় কালিয়াকৈর মৎস্য আড়তদার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর অফিসে এই কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সোহেল খলিফা, হাবিবুর রহমান ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক আতিক ভূঁইয়া ও বিভিন্ন ইলেকট্রিক কোম্পানি প্রতিনিধিরা।
এই কমিটির নবনির্বাচিত সভাপতি হিসাবে নির্বাচিত হন মুহাম্মদ নাজমুল আলম খোকন, সহ- সভাপতি মোঃ কামাল, সাধারণ সম্পাদক কেরামত আলী , সহ- সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মিলন আলী,সহ- সাংগঠনিক ফিরোজ আল মামুন, কোষাধ্যক্ষ শ্রী লিটন গোস্বামী, প্রচার সম্পাদক আক্কাস আলী, কার্যকরী সদস্য – বাচ্চু মিয়া,হাবিবুর রহমান, আনোয়ার হোসেন। মোট ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া উপস্থিত ছিলেন কালিয়াকৈর ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের সদস্য ও কর্মচারীবৃন্দ।