
স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই গ্রামের নিহত ৪ ,আহত ১ ।
সোমবার ভোরে উপজেলার সূত্রাপুরের শিলা-বৃষ্টি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সুত্রাপুর ইউনিয়নের টালাবহ গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মফজেল হোসেন (৬৫), আব্বাস আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫) এবং একই উপজেলার ভাউমান টালাবহ গ্রামের মৃত হাসান আলীর ছেলে শওকত আলী (৪২) এই তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় । অপরদিকে মৃত ইন্তাজ আলীর ছেলে আব্বাস আলীকে (৫৮) মিজাপুর কুমুদিনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত রমজান আলীর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েকজন নির্মাণ শ্রমিক ভোরে বোর্ডঘর এলাকা থেকে অটোরিকশায় করে কাজে বের হন। তাদের অটোরিকশা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লেইন দিয়ে উল্টোপথে আসছিল। আর চন্দ্রা দিকে থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকটি মূল মহাসড়ক ব্যবহার না করে সার্ভিস সড়ক দিয়ে মির্জাপুরের দিকে যাচ্ছিল। উপজেলার সূত্রাপুরের শিলা বৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় ট্রাক অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন ও পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয় ও একজন আহত হন।
নাওজোড় হাইওয়ে থানার (ওসি) শাহদাত হোসেন জানান , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশগুলো ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাজে হস্তান্তর করা হয়েছে।