
স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈরের হরিণহাটির একটি বাসায় সৎ মায়ের বিরুদ্ধে শিশুসন্তান মিম আক্তারকে (৮) হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় সৎ মা আয়না আক্তারকে আটক করেছে পুলিশ। এ সময় আয়নার কক্ষ থেকে মিমের লাশ উদ্ধার করা হয়। মিম সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার গাবামাসি এলাকার সবুজ মিয়ার মেয়ে। সবুজ দুই স্ত্রী নিয়ে হরিণহাটির সোজাবর আলীর ছয় তলা ভবনে ভাড়া থাকতেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শিশুর বাবা সবুজ মিয়া প্রথম স্ত্রী নাজমা আক্তারকে নিয়ে সোজাবর আলীর ভবনের তৃতীয় তলায় ভাড়া থেকে স্থানীয় পোশাক তৈরির কারখানায় চাকরি করেন। কয়েক বছর আগে সবুজ আয়না আক্তারকে বিয়ে করে একই ভবনের পঞ্চম তলায় একটি কক্ষে রাখেন। কয়েকদিন আগে সবুজ মিয়ার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। ঝগড়ার সূত্র ধরেই দ্বিতীয় স্ত্রী আয়না আক্তার শিশু
মিমকে বুধবার সকালে নিজ কক্ষে নিয়ে শ্বাসরোধে হত্যা করে সানসেটের ওপর কাপড় দিয়ে মুড়িয়ে রাখে। সকাল থেকে মিমকে খুঁজে না পেয়ে মাইকিং করা হয়। এদিকে সবুজের দ্বিতীয় স্ত্রীকে দুপুর পর্যন্ত নিজ কক্ষে ভেতর থেকে বন্ধ করে থাকাকে প্রতিবেশীদের সন্দেহ হয়। এ সময় সবুজ মিয়া দ্বিতীয় স্ত্রীকে দরজা খুলতে বললেও তিনি না খোলায় নিশ্চিত হন তার ঘরেই শিশু মিম রয়েছে। এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ এসে দ্বিতীয় স্ত্রীর কক্ষের সানসেট থেকে মিমের লাশ উদ্ধার করে। পরে পুলিশ সৎ মা আয়না আক্তারকে আটক করে
কালিয়াকৈর থানায় নিয়ে যায়। কালিয়াকৈর থানার এসআই ফেন্সি বিশ্বাস জুয়েল বলেন, শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় সৎ মা আয়না আক্তারকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বৃহস্পতিবার ( আজ) মিমের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।