বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

কালিয়াকৈরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

স্বপন সরকার,  কালিয়াকৈরে (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় বাঁধন বিডিইউতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি  অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার  পহেলা ফেব্রুয়ারী  বাঁধন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি পরিবার এর আয়োজনে লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে শুরু করে বিকাল ৫ টা পর্যন্ত “বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মসূচিতে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী, অভিভাবক,  কর্মচারীদের রক্তের গ্রুপ বিনামূল্যে জানিয়ে দেওয়া হয় এবং প্রতি চারমাস অন্তর অন্তর রক্তদানে উদ্বুগ্ধ করা হয়।

বাঁধন, বিডিইউ পরিবারের আহবায়ক আব্দুল হাসিব বলেন, “আমরা চেয়েছি অত্র এলাকার সব বয়সের সবাই তার নিজের রক্তের গ্রুপ জানবে, এই লক্ষ্যেই আজকের এই কার্যক্রম করা হয়েছে। ভবিষ্যতে স্থানীয়ভাবে এমন কার্যক্রম আরোও বেশি করা হবে।”

লতিফপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ উক্ত কর্মসূচির সাধুবাদ জানিয়েছেন এবং বাঁধন, বিডিইউ পরিবারের সফলতা কামনা করেছেন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments