
স্বপন সরকার,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে।
রবিবার দুপুরে কালিয়াকৈর মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিশ্ব মা দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় সহকারী কমিশনার( ভূমি) রজত বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, কালিয়াকৈর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রহমত উল্লাহ সহ লতিফপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিবাবক ও শিক্ষার্থীবৃন্দ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।