বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে মুক্তিযোদ্ধার জন্য সরকারী ভবন বীর নিবাস স্থাপনে বাধার অভিযোগ 

কালিয়াকৈরে মুক্তিযোদ্ধার জন্য সরকারী ভবন বীর নিবাস স্থাপনে বাধার অভিযোগ 

স্বপন সরকার, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের বলিয়াদী এলাকায় মুক্তিযোদ্ধার জন্য সরকারী ভবন বীর নিবাস নির্মান চলাকালে তার বাড়ির যাতায়াতের পথে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে ওই মুক্তিযোদ্ধার প্রতিবেশির বিরুদ্ধে।

ওই ঘটনায় ভুক্তভোগী ওই মুক্তিযোদ্ধা মিজানুর রহমান খান বাদী হয়ে প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী ওই মুক্তিযোদ্ধা হলেন, উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের বলিয়াদি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান খান(৬৯) ।

অভিযুক্তরা হলেন একই এলাকার রাফি সিদ্দিকি(৩৭), হুমাইরা সিদ্দিকি খেয়া(২৮),আলম সিদ্দিকি, মনির আহম্মেদ সিদ্দিকি পারভেজ(৪৫) ও মোর্শেদ আহম্মেদ পরাগ(৪০) ।

থানার দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বলিয়াদি মৌজায় খতিয়ান নং এস ,এ -২৩৬,আর এস -১২৫,দাগনং –এস.এ -৪১৮,আর,এস-৪৩৯ দাগে ৭.৫০ শতাংশ জমি ক্রয় সূত্রে বাড়ি তৈরি করে বসবাস করে আসছেন ওই বীর মুক্তিযোদ্ধা। এ দিকে বাংলাদেশ সরকার বীর নিবাস নামে প্রত্যেক মুক্তিযোদ্ধাদের একটি করে বাড়ি র্নিমান করে দেয়ার উদ্যোগে নেয়। এরই অংশ হিসেবে মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তার জমিতে বীর নিবাস নামে নতুন বাড়ি তৈরি করছেন । এদিকে ওই বাড়ির চলাচলের জন্য ৫ হাত চওড়া একটি রাস্তা থাকলেও সে রাস্তা ব্যবহারে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের চলাচলে বাধা সৃষ্টি করছেন অভিযুক্ত প্রতিবেশীরা। তা ছাড়া কাগজ পত্রে উল্লেখিত মাপের রাস্তা থাকার কথা থাকলে সেখানে রাস্তা না দিয়ে চলাচলের পথে বাধা এমনকি লাঠি সোঠা ও ধারালো অস্ত্রসুস্ত্র নিয়ে পথে বসে থাকেন অভিযুক্ত প্রতিবেশিরা এসময় প্রতিবাদ করতে গেলে ওই মুক্তিযোদ্ধা পরিবারকে হুমকি প্রদান করে। এদিকে মুক্তিযোদ্ধার নতুন বাড়ি নির্মানে এ পথের কারনে র্নিমান সামগ্রী নিতে পারছেন ওই ভুক্তভোগী পরিবার। অবশেষে কোন প্রতিকার না পেয়ে গত ৭ মে মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাদী হয়ে কালিয়াকৈর থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন। এ ছাড়া মুক্তিযুদ্ধ মন্ত্রীর কাছে একটি আবেদন করেছেন।

হুমাইরা সিদ্দিকি খেয়া বলেন, ওই জমিটি বির্তকিত জমি। আমরা কোন বাধা প্রদান করিনি। কালিয়াকৈর এসিলেন্ডের কাছে মিস কেস করেছি। আমাদের বিরুদ্ধে ভুল ভিওিহীন ও মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে।

বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান খান বলেন,আমার এলাকার পাশের বাড়ীর প্রতিবেশীরা বীর নিবাস নির্মানে রাস্তায় চলাচলে বাধা প্রদান করছে। ফলে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অপরদিকে মুক্তিযুদ্ধ মন্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহম্মেদ বলেন, এ রকম একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments