
স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী কাল মঙ্গলবার। সকাল ৮ থেকে শুরু করে ভোট গ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত। উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইতিমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা সূএে জানা যায়, ব্যালট বাক্স বিতরণ শেষ হয়েছে। এবার এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩৬৩৮৯৪ জন, মোট ভোটকেন্দ্র রয়েছে ১২৮ টি, বুথ রয়েছে ৯৩৯ টি, ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। বিজিবি থাকবে তিন প্লাটন, পুলিশ থাকবে ৫১২ জভোটন, আনসার থাকবে ১৮৭০ জন। এছাড়াও সাদা পোশাকে ও বিভিন্ন পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ১০ জন। অবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সার্বিক কাজ করবেন আইন শৃঙ্খলা বাহিনী।