বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈর উপজেলা বিয়ের দাবিতে এক নারী অনশন

কালিয়াকৈর উপজেলা বিয়ের দাবিতে এক নারী অনশন

শাহিদুল ইসলাম কালিয়াকৈর (গাজীপুর)বিশেষ প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে বিয়ের দাবিতে এক নারী অনশন করেছে। ৭ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলার আশাপুর গ্রামে একটি  নারীর বিয়ের দাবিতে অনশনের ঘটনা ঘটেছে।

জেলার কালিয়াকৈর উপজেলার আশাপুর পূর্বপাড়া গ্রামের মৃত রহিজ উদ্দিন মন্ডলে ছেলে আলামিনের (২৫) সাথে উপজেলার বড়া কাঞ্চনপুর এলাকার মো. খোকন মিয়ার মেয়ে আকলিমা বেগম (২৫) আলামিন হোসেনের বিরুদ্ধে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন। আলামিনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। তবে আলামিন বিয়ে করতে অস্বীকার করার পর আকলিমা বেগম বাধ্য হয়ে অনশনের পথ বেছে নেন।

আকলিমা বেগম দাবি করেন, আলামিন তাকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছে এবং তার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেছে। প্রতারণার শিকার হয়ে তিনি স্থানীয় লোকজনদের জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু তাতে প্রতিকার না পেয়ে অবশেষে বিয়ের দাবিতে আলামিনের বাড়িতে বিয়ের অনশন শুরু করেন। জানা যায় ৩ মেয়ের জননী আকলিমা বেগম,

৩ বছর পূর্বে স্বামীর সাথে সম্পর্ক খারাপ হয় তার।পরে আলামিনের সাথে ফেইজ বুকে পরিচয়ের এবং মেসেঞ্জারে কথা ও বিয়ের প্রলোভন দিতে থাকে সে। ১ বছর বিভিন্ন পার্কে শারীরিক সম্পর্ক করে, পরে রাজী না হলেও জোর করে তাকে পার্কের ভিতর দাড়োয়ানদের রুমে শারীরিক সম্পর্ক করে।

আকলিমা বেগম আরও বলেন, বিবাহের কাবিন করবে বলে পল্লিবিদ্যুৎ আসতে বললে আমি আসি। সে সময় উকিলের মাধ্যমে নীল কাগজে আমার স্বাক্ষর নেয়। আলামিন স্বাক্ষর না করে সেখান থেকে পালায়ন করে চলে যায়। এভাবেই সে বারবার আমার সাথে বিবাহের কথা দিয়ে প্রতারণা করে ও ধর্ষণ করে। আমি যতক্ষণ বেঁচে আছি আল আমিনের বাড়ি ছাড়বো না মরতে হলে এখানেই মরবো বলেও জানায় অনশনকারী আকলিমা বেগম।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments