বাড়িখুলনা বিভাগকুষ্টিয়া জেলাকুমারখালিতে কবিতা উৎসব -২০২৪ অনুষ্ঠিত

কুমারখালিতে কবিতা উৎসব -২০২৪ অনুষ্ঠিত

কুমারখালী(কুষ্টিয়া)প্রতিনিধি

সামাজিক সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ইয়ত ডেভলপমেন্ট ফোরামের আয়োজনে কুষ্টিয়ার কুমারখালী পৌর শিশুপার্কে বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় মনোমুগ্ধকর কবিতা উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান মোঃ আশিকুল ইসলাম চপলের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এ উৎসবের উদ্বোধক, প্রাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত।
খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান কবি ওয়াজেদ বাঙালির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট শিল্পপতি কবি শেখ রবিউল হক, কবি ও সাহিত্যক রাকিবুল হাসান, বিশিষ্ট কথাসাহিত্যিক, ছড়াকার ও কবি সোহেল আমিন বাবু, কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক জিল্লুর রহমান মধু, বিশিষ্ট নাট্যকার ও প্রাবন্ধিক লিটন আব্বাস, কবি ও আইনজীবী পি এম সিরাজ প্রামাণিক প্রমুখ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments