
মো:ফায়সাল (সৈয়দপুর, নীলফামারী) শিহ্মানবিশ প্রতিনিধি।
নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন কেয়ার অফ সৈয়দপুরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে ওই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন সংগঠনটি। শনিবার (২১ সেপ্টেম্বর) শহরের ফাইভ স্টার মাঠে ওই ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন আক্তার শাহীন।
ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে রক্ত গ্রুপ নির্ণ ছাড়াও বিনামূল্যে ডায়বেটিক্স পরীক্ষা, প্রেসার পরীক্ষা করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে সৈয়দপুর নার্সিং ইনস্টিটিউট। সার্বিক পরীক্ষা নীরিক্ষার তত্বাবধানে ছিলেন বিশিষ্ট মেডিসিন ও কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ তৌফিক ইমাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেয়ার অফ সৈয়দপুরের উপদেষ্টা মোহাম্মদ সুফি আজমল। এছাড়া সংগঠন সভাপতি শুভ শেখের সঞ্চালনা আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা আসিফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমান আলী, মো: সাবির, মো: প্রিন্স, মো: আরমান, মো: বাবলু, মো: সোহেব রাজ, মো: ফাইসাল, মো বাপ্পি হাসান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে কয়েক শতাধিক মানুষকে বিনামূল্যে রক্ত গ্রুপ, ডায়বেটিস ও প্রেসার পরীক্ষা করা হয় সংগঠনের পক্ষ থেকে।
এখানে ব্লাড গ্রুপিং নির্ণয় করতে এসেছিলেন শিক্ষার্থী রাজু, জিসান, অর্পিতাসহ আরও অনেকে। তাদের সঙ্গে সেখানে কথা হলে তারা জানান, যে কোন ডায়াগণষ্টিক সেন্টার কিংবা ল্যাবে ব্লাড গ্রুপ নির্ণয় করতে গেলে কমপক্ষে দুই শত টাকা ফি লাগে। এছাড়া সেটি সময়সাপেক্ষ ব্যাপারও বটে। কিন্তু আমরা এখানে এসে বিনামূল্যে স্বল্প সময়ে ব্লাড গ্রুপিং করতে পারছি। আর ব্লাড গ্রুপিং করে রাখা অনেক উপকারের। কারণ আমার ব্লাড গ্রুপটি জানা থাকলে যে কোন মূমুর্ষ রোগীর প্রয়োজয়ে আমরা অতি অল্প সময়ে ও সহজে ব্লাড ডোনেট করতে পাবরো। অন্যদিকে যে কোন সময় আমারও প্রয়োজনে আমি ব্লাড গ্রুপ অনুযায়ী অন্যের ব্লাড খুব সহজে নিতে পারবো। তাছাড়াও বিভিন্ন সময় সরকারি চাকরির আবেদনসহ নানা কাজের আবেদনপত্রে ব্লাড গ্রুপ উল্লেখ করতে হয়। আর এটি জানা থাকলে আমাদের এই জাতীয় সমস্যায় পড়তে হবে না।