বাড়িঅন্যান্যকোনো নির্বাচনই নিরপেক্ষ করতে পারেনি বিএনপি-জামায়াত: মেনন

কোনো নির্বাচনই নিরপেক্ষ করতে পারেনি বিএনপি-জামায়াত: মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত শর্ষের ভেতর ভূত দেখছে। অতীতে তারা কোনো নির্বাচনই নিরপেক্ষ করতে পারেনি।

আজ শনিবার বিকেলে সিলেট নগরীর ধোপাদিঘিরপাড়ের এক কমিউনিটি সেন্টারে দলের ৫০ বছর পূর্তি উপলক্ষে জেলা কমিটির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

চা শ্রমিকদের মজুরিসহ বিভিন্ন সমস্যা ও আদিবাসীদের ভূমি রক্ষার বিষয়টি সংসদে তুলে ধরবেন উল্লেখ করে মেনন আরও বলেন, রাজনৈতিক কর্মী হতে হলে মানুষের পাশে থাকতে হবে। কিন্তু ত্যাগের বদলে ভোগ এবং আদর্শের বদলে সুবিধা পাওয়া বর্তমানে রাজনৈতিক কর্মীদের নিয়ম হয়ে দাঁড়িয়েছে।

সিলেট জেলা কমিটির সভাপতি সিকান্দর আলীর সভাপতিত্বে ও সম্পাদকমণ্ডলীর সদস্য দীনবন্ধু পালের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন গোলাম হোসেন আজাদ, অজিত দেবনাথ, আবদুল্লাহ খোকন, জাতীয় শ্রমিক ফেডারেশনের সিলেট জেলার সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন, যুব মৈত্রী জেলা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলার সভাপতি মাসুদ রানা চৌধুরী ও নারী মুক্তি সংসদ সিলেট জেলার আহ্বায়ক রিতা আক্তার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments