বাড়িময়মনসিংহ বিভাগনেত্রকোণা জেলাখালিয়াজুরী ৪ নং নগর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন

খালিয়াজুরী ৪ নং নগর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন

মো:জাকির হোসেন, নেত্রকোনা খালিয়াজুরী শিক্ষানবিশ প্রতিনিধি

সকলের সম্মতি ক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় সভাপতি বিদ্যুৎ ভৌমিক সাধারণ সম্পাদক রভিন্দ্র  সরকার, সাংগঠনিক সম্পাদক, বাবু রাকেশ তালুকদার, 
বিদ্যুৎ ভৌমিক এর সভাপতিত্বে রবীন্দ্র সরকার সঞ্চালনায় উপস্থিত ছিলেন  খালিয়াজুরী উপজেলা আহবায়ক আ: রউফ স্বাধীন,  সাবেক আহ্বায়ক মাসুদ রানা, বিএনপির যুগ্ম-আহবায়ক, ইদ্রিস মোল্লা, মাহাবুবুর রহমান কেষ্টু,তরিকুজ্জামান তরু, নাজমুল হক তালুকদার আরিফ,কাওসার রহমান সেকুল,নাজমুল হাসান নয়ন,মেন্দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, এমএ মান্নান চৌধুরী, খালিয়াজুরী সদর ইউনিয়নের বিএনপির   সাধারণ সম্পাদক, মোঃ এরশাদ মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক ছোটন সদস্য সচিব রাজিব হোসেন পলাশ  
ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক পলিন ও সদস্য সচিব  ইয়াছির আরাফাত,সাইফুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক সেচ্ছাসেবক দল  মইনুল ইসলাম তালুকদার রিকন,তাঁতি দলের যুগ্ন আহ্বায়ক মস্তুফা কামাল, আংগুর মিয়া, আজিজুল হক প্রমুখ। এ ছাড়া উপজেলা বিএনপির  নেতা-কর্মী ও ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments