
আব্দুর রহিম, মোড়লগঞ্জ(বাগেরহাট)শিক্ষানবিশ প্রতিনিধি
খুলনাস্থ বাগেরহাট ফোরামের নবগঠিত নির্বাহী কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ কামরুজ্জামান (নাছির)। তিনি শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার ও বলইবুনিয়া কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি, খুলনাস্থ মোরেলগঞ্জ কল্যাণ ফোরামের আহ্বায়ক এবং ঢাকাস্থ মোরেলগঞ্জ কল্যাণ সমিতির আজীবন সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। ছাত্রজীবনে তিনি একজন সক্রিয় ছাত্রনেতা ছিলেন এবং দীর্ঘদিন ধরে সমাজকল্যাণমূলক কাজে সম্পৃক্ত রয়েছেন। তার এই নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে শুভাকাঙ্ক্ষীরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তিনি তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ দিয়ে বাগেরহাটবাসীর কল্যাণে কাজ করবেন। নতুন পথচলায় তার সফলতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে, যেন তিনি এলাকার সেবক হিসেবে আরও কার্যকর ভূমিকা পালন করতে পারেন।