বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাগলাচিপায় কলেজ ছাত্র জিসান হত্যার প্রধান দুই আসামি গ্রেফতার

গলাচিপায় কলেজ ছাত্র জিসান হত্যার প্রধান দুই আসামি গ্রেফতার

শিশির হাওলাদার,গলাচিপা(পটুয়াখালী)

গলাচিপায় কলেজছাত্র জিসান ডাক(১৮)হত্যার প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বাপ্পি চৌকিদার (১৮) দক্ষিণ চরবিশ্বাস গ্রামের হারুন চৌকিদারের ছেলে এবং মাহিন সিয়ালি (১৮) একই গ্রামের মোশারেফ সিয়ালির ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ভোলার দক্ষিণ আইচা থানা এলাকা থেকে বাপ্পিকে পুলিশ এবং শনিবার রাতে বান্দরবন জেলার আর্মিটিলা এলাকা থেকে র‍্যাব মাহিনকে গ্রেফতার করে।

নিহত জিসান চরবিশ্বাস কে আলী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। ৮ মার্চ দক্ষিণ চরবিশ্বাস বটতলা বাজারে কিশোর গ্যাংয়ের সদস্যরা জিসানের ওপর হামলা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৯ মার্চ তার মৃত্যু হয়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আলম খান বলেন, আসামি বাপ্পিকে রোববার কোর্টে প্রেরণ করা হয়েছে। অপর আসামি মাহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments