বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাগলাচিপায় বঙ্গবন্ধুর ১০৪'তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা।

গলাচিপায় বঙ্গবন্ধুর ১০৪’তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা।

শিশির হাওলাদার,গলাচিপা (পটুয়াখালী)

“বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে”এই প্রতিপাদ্যের আলোকে গলাচিপায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪’তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৭’মার্চ রবিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে বিভিন্ন সরকারি,বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী, ইমাম, ও সূধিসমাজ মুক্তি যোদ্ধা বৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন এবং পরে সকাল ৯.৩০ মিনিট সময় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.সাহিন শাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাছিম রেজা, থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম খান,উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের দায়িত্ব প্রাপ্ত সভাপতি হাজী মজিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মু.শাহআলম,কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আকরামুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু ঢালী, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা রেজাউল করিম,বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ওয়াহিদ। সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুব হাসান শিবলী। এছাড়াও সভায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মু খালিদ হোসেন মিল্টন। আলোচনা সভায় আরো উপস্থিত থাকেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থী বৃন্দ ও সুধিসমাজ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments