
কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আম গাছ থেকে আম পাড়তে গিয়ে অবসর প্রাপ্ত এক পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার মৌচাক ইউনিয়নের দিঘীবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। তিনি মৃত- ইব্রাহিম মন্ডলের ছেলে মো ঃ সোরহাব হোসেন( ৬৫)। তিনি অবসর প্রাপ্ত একজন পুলিশ সদস্য। তিনি এক ছেলে ও দুই মেয়ে সন্তান রেখে মৃত্যু বরন করেন।
এলাকাবাসী ও স্থানীয় সূএে জানা যায় – সোরহাব হোসেন তার সফিপুর বাসা থেকে সাইকেল চালিয়ে গ্রামের বাড়িতে আম পাড়ার জন্য সকালে আসেন। বাড়ির সামনে বিশাল বড় আম গাছ থেকে আম পাড়েন। আম পাড়তে গিয়ে হঠাৎ করে প্রায় ৩০ – ৩৫ ফিট উচু গাছ থেকে মাটিতে পড়ে যান এবং সাথে সাথে মৃত্যু বরন করে।