
আবু নাইম বিশেষ প্রতিনিধি গোমাস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগন্জের গোমস্তাপুরে রাজশাহী থেকে রহনপুরগামী আন্তনগর কমিউটার ট্রেনের সাথে সংঘর্ষে
ট্রাকটার চালক নিহত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে রহনপুর হিরুপাড়া রেল ঘুন্টিতে এ সংঘর্ষ ঘটে।
নিহত ব্যক্তির নাম আবুল কাশেম(৫৫), পিতা নুর মোহাম্মদ, সাং উদয়নগর ঢুলীপাড়া, রহনপুর।