বাড়িএক্সক্লুসিভ নিউজগোয়াইনঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক আটক

গোয়াইনঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক আটক

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
১২ মে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তোয়াকুল ইউনিয়নের বীরকুলি গ্রামে নিজাম উদ্দিনের বাড়িতে ঘটনা ঘটে। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর পূর্বে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের বীরকুলি হাওর গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে আলিমা বেগমকে বিয়ে করে বিয়ানীবাজার উপজেলার শেওলা আদর্শ গ্রামের মনসব আলীর ছেলে সিদ্দিক আহমদ। বিয়ের পর তাদের সাংসারিক জীবন সুখেই চলে। আলিমা-সিদ্দিক দম্পত্তির ৫বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
আলিমা-সিদ্দিক দম্পত্তির মধ্যে কিছুদিন ধরে পারিবারিক কলহের সৃষ্টি হয়। বিগত কিছু দিন হতে সিদ্দিক ও তার স্ত্রী আলিমা বেগম তোয়াকুল ইউনিয়নের বীরকুলি হাওর অর্থাৎ আলিমা বেগমের পিতার বাড়ি অবস্থান করছিলেন। পারিবারিক কলহের সুত্র ১২ মে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সিদ্দিক আহমদ তার স্ত্রী আলিমা বেগমকে ধারালো ছুরি দিয়ে কয়েকটি আঘাত করে। ছুরির আঘাতে আলিমা বেগমের অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অপর দিকে সিদ্দিক আহমদ পালিয়ে যায়। উক্ত ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম খানকে ঘটনাস্থলে প্রেরণ করে। তাছাড়া স্ত্রী হত্যা করে পালিয়ে যাওয়া সিদ্দিক আহমদকে আটক করতে জোর তৎপরতা চালান। ১৩ মে বৃহস্পতিবার ভোর ৫ টায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদের নেতৃত্ব স্থানীয় জনতার সহযোগিতায় কোম্পানীগঞ্জ উপজেলার খাইগাইল গ্রাম হতে সিদ্দিক আহমদকে আটক করা হয়।
পুলিল সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তোয়াকুল ইউনিয়নের বীরকুলি হাওরে বিয়ানী বাজার উপজেলার শেওলা আদর্শ গ্রামের সিদ্দিক তার শশুড় বাড়ি বেড়াতে এসে স্ত্রী আলিমা বেগমকে খুন করে পালিয়ে যায়। সিদ্দিক আহমদ পালিয়ে যাওয়ার একমাত্র রাস্তা নন্দীরগাঁও ইউনিয়নের মানাউরা ও নন্দীরগাঁও হওয়ায় নন্দীরগাঁও ইউনিয়নের প্রতিটি মসজিদে সিদ্দিক পালিয়ে যাওয়ার সংবাদটি মাইকিং করা হলে গ্রামের প্রতিটি মানুষ সিদ্দিকের খোঁজে রাস্তায় বের হন। রাস্তায় বাহির হয়ে কোথাও সিদ্দিকের সন্ধান না পেয়ে যার-যার পরিচিত জনের কাছে সংবাদটি পৌঁছান। একপর্যায় কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনীখাই ইউনিয়নের দরাকুল গ্রামের নুর মিয়া খবর পেয়ে লোকজন নিয়ে রাস্তায় বাহির হয়ে দেখতে পান একটি লোক দৌড়ে পালাচ্ছে। তারা তাড়া করে সিদ্দিক আটক করতে না পেরে পার্শ্ববর্তী খাগাইল গ্রামে খবর পৌঁছান। সিদ্দিক খাগাইল গ্রামে পৌঁছামাত্র ওই স্থানে পুলিশ টীম পৌছে যায়। তারপর পুলিশ ও জনতা মিলে সিদ্দিক আটক করে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ জানান, বিয়ানীবাজার উপজেলার শেওলা আদর্শ গ্রামের সিদ্দিক নামের একজন যুবক স্ত্রী আলিমা বেগমকে নিয়ে তার শশুর বাড়ি গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের বীরকুলি হাওর গ্রামে বেড়াতে আসে। পারিবারিক কলহের জেরে আলিমা বেগমকে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে সে ঘটনাস্থলেই নিহত হয়। অপর দিকে সিদ্দিক পালিয়ে যায় পরে স্থানীয়দের সহযোগিতায় কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনীখাই ইউনিয়নের খাগাইল গ্রাম থেকে সিদ্দিককে আটক করা হয়। আলিমার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ রির্পোট লেখা পর্যন্ত ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ হয়নি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments