গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নের মাতুরতল বাজার থেকে সার ও বীজ উদ্ধার করা হয়। ১৫ এপ্রিল বৃহস্পতিবার বিকালে ৫ বস্তা এমওপি সার ৪ বস্তা ডিএফটি সার, ৫ বস্তা ধানের বিজ সহ দশ হাজার টাকা মূল্যের কৃষি পন্য উদ্ধার করে স্থানীয় জনতা।
সরকারী বীজ ও সার ক্রয়ের অভিযোগে মাতুরতল বাজার খলিল বীজ ঘরের মালিক খলিল আহমদের ছেলে রেজওয়ান আহমদকে ২ হাজার টাকা জরিমানা এবং অভিযুক্ত আব্দুল আলীম সহ ১৫ জন কৃষককে (কার্ডধারী) ইফতারের পর থানায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।
সরেজমিন পরিদর্শনে করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, মাতুরতল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রমুখ।