বাড়িঢাকা বিভাগটাঙ্গাইল জেলাঘাটাইলে শিক্ষা সফরের বাস ডাকাতির ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ

ঘাটাইলে শিক্ষা সফরের বাস ডাকাতির ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ

রিমল তালুকদার ঘাটাইল (টাঙ্গাইল) শিক্ষানবিশ প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরগামী ৪টি বাসে ডাকাতির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঘাটাইল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ঘাটাইলের আরফান আলীর ছেলে নাসির (৩৫), আব্দুল আলেকের ছেলে আয়নাল হক (৩৭), মৃত বছির উদ্দিনের ছেলে আয়নাল হক (৩৭) ও মিন্নত আলীর ছেলে মো. ফজলু (৪১)। এসময় তাদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, টর্চলাইট, বিভিন্ন দেশীয় অস্ত্রসহ সোনার আংটি এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) স্বজল খান বলেন, সন্দেহভাজন ৪ জন আসামি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাদীর মাধ্যমে গ্রেফতারদের পরিচয় শনাক্তের জন্য আদালতে আবেদন করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments