বাড়িবাংলাদেশেখুলনা বিভাগচিতলমারীতে দরিদ্র হিন্দু মৎস্যজীবি পরিবারের কার্ডের সরকারি চাল কেড়ে নিল যুবদল নেতা...

চিতলমারীতে দরিদ্র হিন্দু মৎস্যজীবি পরিবারের কার্ডের সরকারি চাল কেড়ে নিল যুবদল নেতা পরিচয়ে ৩ যুবক

প্রিন্স মন্ডল অলিফ: 
বাগেরহাটের চিতলমারী উপজেলা হিন্দু মৎস্য জীবি পরিবারে সরকারি চাল জোর পূর্বক কেড়ে নিয়েছে দুবদল পরিচয় দানকারী তিন যুবক। এরা হলেন উপজেলা চরডাকাতিয়া মুসলিম পাড়া প্রামের সত্তার শিকদারের ছেলে ই¯্রাফিল শিকদার (৪০) কেরামত আলী শিকদারের ছেলে আরিফুল  শিকদার (৩৫),সাদাদ শিকদারের ছেলে শাহ আলম(৪৫)। এই চাল কেড়ে নেয়ার প্রতিবাদে সোমবার (১৭মার্চ) দুপুর ২টায়, উপজেলার চরডাকাতিয়া চৌরঙ্গী মোড়ে মানববন্ধন হয়েছে। তারা ওই দুষ্কৃতকারীদের শাস্তি ও তাদের পাওনাকৃত সরকারি  চাল ফেরতের দাবীতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে, গত   বৃহস্পতিবার (১৩মার্চ) দুপুর ২টায় উপজেলা মৎস্য অফিসের পক্ষ হতে চরবানিয়ারী ইউনিয়নের দরিদ্র মৎস্য জীবিদের চাল বিতরণ করা হয়।  এদিন চরডাকাতিয়া গ্রামের মৃতঃ যতীন্দ্র নাথ পান্ডের ছেলে রনজিত পান্ডে, ও মৃতঃ প্রফুল্ল বালার ছেলে পরিমল বালা ইউনিয়ন কাউন্সিলে থাকাকালিন চাল নিয়ে বাড়ী যেতে লাগলে যুবদল নেতা পরিচয় দিয়ে তাদের কাছ থেকে প্রাপ্ত চালের অর্ধেক চাল কেড়ে নেয়।  চিতলমারী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ জানান, দরিদ্র মৎস্যজীবিদের পরিবার প্রতি মাসে  ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়। সেই চাল কেউ কেড়ে নেয়ার বিষয়টা খুবই দুঃখ জনক। এটা কোন ভাবেই মেনে নেয়া হবেনা। লিখিত অভিযোগ পেলে, অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে। অপরদিকে চাল কেড়ে নেয়ার প্রতিবাদে সোমবার দুপুরে চরডাকাতিয়া গ্রামের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এ সময় বক্তব্য রাখেন, চরডাকাতিয়া গ্রামের মৃতঃ মোহর আলীর ছেলে মোঃ ইয়ার আলী শেখ (৫০), মোঃ কাওছার শিকদার এর ছেলে চরবানিয়ারী ইউনিয়ন সাবেক ছাত্রদল সভাপতি জাকারিয়া শিকদার, জামায়াত নেতাসহ আরও অনেকে।   এ ব্যপ্যারে উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদ সোমবার বিকালে এই প্রতিবেদকর মোবাইলে জানান, দলের নাম ভাঙ্গিয়ে  যদি কেউ অপরাধ করে, তাকে ছাড় দেয়া হবে না।বিষয় টি আমি খোঁজ নিয়ে দেখছি।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments