বাড়িঅন্যান্যছাতকে পুলিশ এসল্ট মামলায় আসামী দেড় হাজার

ছাতকে পুলিশ এসল্ট মামলায় আসামী দেড় হাজার

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে দুই পাড়ার সংঘর্ষের ঘটনায় থানায় একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। দু’পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই সংঘর্ষের ঘটনায় বুধবার থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতানামা দেড় হাজার আসামী করে ওই মামলা দায়ের করেন। তবে এ মামলায় এখনও কোন আসামী গ্রেপ্তার করা যায়নি।

এদিকে, পুলিশ এসল্ট মামলা দায়েরের পর থেকে জাউয়াবাজার ইউনিয়নের কোনাপাড়া ও পূর্বহাটি গ্রামে চলছে সুনাসান নিরবতা। গ্রেপ্তার আতংকে অনেকেই বাড়ী-ঘর ছেড়ে অন্যত্র আত্নগোপনে রয়েছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে জাউয়াবাজার ডিগ্রী কলেজ ছাত্র জুনেদ আহমদ ও মাহতাব আহমেদের অনুসারীদের পক্ষ নিয়ে বাজারে প্রায় দু’ঘন্টাব্যাপী ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনায় থানার পুলিশের ৭ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। সংঘর্ষে গুরুতর আহত ১৫জনকে সিলেট এমএজি ওসমানী সেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৮৫ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক আতিকুল আলম খন্দকার বলেন, মামলার তদন্তের পাশাপাশি আসামী গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে ৷

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments