সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, উচ্চ শিক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ছাতক-দোয়ারার প্রতিটি ইউনিয়নে একটি করে কলেজ প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে।প্রয়োজনের তাগিদেই এখানে আরো প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
তিনি বলেন, সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শিক্ষার জন্য ব্যয়কে আমি খরচ বলে মনে করি না, আমি মনে করি এটি একটি বিনিয়োগ, জাতিকে গড়ে তোলার বিনিয়োগ। বাঙালির মুক্তির জন্য বঙ্গবন্ধুর এই কালজয়ী দর্শনকেই তার কন্যা, আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এ জাতির উন্নয়ন বাস্তবায়নের হাতিয়ার করে নিয়েছেন। আমাদের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করে বাঙালিকে মুক্তির পথ নির্মাণ করে দিয়েছেন।
এমপি আরও বলেন, দেশে এখন শিক্ষাবান্ধব একটি সরকার কাজ করছে। তাই, ধরে নেওয়া যায় যে, সামনের বছরগুলোতে এইখাতে অধিক বিনিয়োগ আসবে। দেশে শিশু-কিশোর থেকে শুরু করে যুব সমাজকে মানসম্মত শিক্ষা দেওয়ার জন্য বর্তমান সরকার আন্তরিক। আশা করা যায় যে, বাংলাদেশ ২০৩০ সালের মধ্যেই ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’র শিক্ষা-সংক্রান্ত- সব লক্ষ্য অর্জন করতে পারবে।
বৃহস্পতিবার ছাতকের হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা বিশিষ্ট মুহিবুর রহমান মানিক ভবনের উদ্ভোদন শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছায়াদ মিয়ার সভাপতিত্বে ও কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন এবং ইউপি সদস্য তাজ উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী (বীরপ্রতীক), সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী শামসুল আরেফিন খান, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন রায়।
বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, আশিক আলী, আফজাল হোসেন, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, ভাতগাও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, কালারুকা ইউপি চেয়ারম্যান অদুদ আলম, কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসের ডাঃ জহিক মিয়া প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম কামাল হোসেন। পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন সাকিব আহমদ, গীতা পাঠ করেন সঞ্জিত দাস।
এর আগে ইউনিয়নের হাসনাবাদ গ্রামে মুহিবুর রহমান মানিক পাবলিক খেলার মাঠ উদ্ভোদন ও মাঠের উন্নয়ন কাজ পরিদর্শন করেন সাংসদ মানিক৷