test
বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাজয়পুরহাটে জেলা বিএডিসির বীজ-সার এসোসিয়েশনের কমিটি গঠন

জয়পুরহাটে জেলা বিএডিসির বীজ-সার এসোসিয়েশনের কমিটি গঠন

 

দবিরুল ইলাম, পাঁবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাট জেলা বিএডিসি বীজ ও সার এসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।গত মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের বীজভান্ডার এলাকা হিসাবে পরিচিত বিহারীপাড়ায় আমদই ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম রব্বানীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সন্মতিক্রমে মেসার্স নাজমুল টেড্রার্সের সত্বাধিকারী ও বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হককে সভাপতি ও তরুন বীজ ভান্ডারের সত্বাধিকারী শাহিন মোস্তফাকে সাধারন সম্পাদক ও স্বার্ণলী এন্টারপ্রাইজের সত্বাধিকারী জুলফিক্কার আলী ভুট্টুুকে দপ্তর সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। পরবর্তীতে সাধারন সভার মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে জানান,কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দরা। উল্লেখ্য, জয়পুরহাট বিএডিসি বীজ ও সার এসোসিয়েশনের মোট ২১১ জন সদস্য রয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments