
মোঃ: লাল মিয়া (জাহিদ), জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর জলঢাকায় বেশ কয়েকদিন ধরে আবারো বেড়েছে তাপ প্রবাহ। অসহনীয় গরমে অস্বস্তিতে জনজীবন। একটু পরপরই গলা শুকিয়ে যাচ্ছে। সামনে তরল ও রসযুক্ত যা পাচ্ছে তা-ই খেয়ে নিচ্ছে পথচারীরা।
বৈশাখের তীব্র দাবদাহে তরমুজের চাহিদা বেড়ে যাওয়ায় জলঢাকার ৯ ইউনিয়নের হাট বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে তরমুজ। খরতাপে তরমুজের পাশাপাশি চাহিদা বাড়ছে ডাব, বেল, বাঙ্গি, আনারসের। তবে তা দ্বিগুণ দাম দিয়ে কিনতে হচ্ছে ক্রেতাদের।
হঠাৎ দাবদাহ বেড়ে যাওয়ায় বর্তমানে ৭০ টাকা কেজি দরে তরমুজ বিক্রি হচ্ছে। আর তরমুজগুলো সাইজে ছোট, দেড় থেকে তিন কেজি পর্যন্ত পাওয়া যাচ্ছে। বিক্রেতাদের দাবি, সরবরাহ কম থাকায় দাম বেশি দিয়ে কিনতে হয়।
এদিকে তরমুজ ও বাঙ্গির চাহিদাও বেশ লক্ষ্য করা যাচ্ছে। ছোট আকারের একটা তরমুজ ও বাঙ্গি ৭০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। প্রশাসনের কোন নজরদারি তো নেই। অসহায় মানুষদের জীবন বিপর্যয়। বিক্রেতা আলিমুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান বাজারে চাহিদা প্রচুর এবং আমদানি কম হওয়ার তরমুজের দাম তারপরও চেষ্টা করছি ।