বাড়িসিলেট বিভাগসিলেট জেলাজাফলংয়ে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস বিতরণ

জাফলংয়ে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস বিতরণ

আব্দুস শুক্কুর, গোয়াইনঘাট (সিলেট) ::
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে যুব সমাজের উদ্যোগে পরিচালিত গুচ্ছগ্রাম বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী, অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে ও সদস্য সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী সায়াদ আলী সেবা সংস্থার চেয়ারম্যান মো. লুৎফুর উদ্দিন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, জাফলং-বল্লাঘাট পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি ইলিয়াস উদ্দিন লিপু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, তামাবিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাইয়ুম, বিদ্যালয় পরিচালনা কমিটির উপদেষ্ঠা আব্দুল মান্নান, আতাউর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীকে স্কুল ড্রেস দেওয়া হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments