বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগজিয়া মঞ্চ কমলনগর উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা।

জিয়া মঞ্চ কমলনগর উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা।

জামাল উদ্দিন ।।  কমলনগর (লক্ষ্মীপুর) শিক্ষানবিশ প্রতিনিধিঃ
মো: আলতাফ হোসেন কে আহ্বায়ক ও ড.আব্দুল্লাহ আল নোমান কে সদস্য সচিব করে জিয়া মঞ্চের লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
৭১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে মো. বাহার হোসেন, হাজী ফারুক হোসেন, মো. লোকমান মীর্জা, মো. ইয়াসিন, সহ ২৬ জনকে যুগ্ম আহ্বায়ক ও  ৪২ জনকে সদস্য করা হয়।
শনিবার ২৮ /১২/২০২৪ইং সন্ধ্যায় জিয়া মঞ্চ লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক মো. মাসুদুর রহমান (রুবেল) ও  সদস্য সচিব মোহাম্মদ নাজিম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
এদিকে আহ্বায়ক কমিটি ঘোষণায় জিয়া মঞ্চ  কমলনগর উপজেলা আহ্বায়ক ও  সদস্য সচিবের নেতৃত্বে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  শনিবার মঞ্চের অস্থায়ী কার্যালয়ে একে অপরকে ফুল দিয়ে বরণ করে নেন।
জিয়া মঞ্চ কমলনগর উপজেলার আহবায়ক মো.আলতাফ হোসেন যোগাযোগ প্রতিদিনকে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালিত করে, সংগঠনকে গতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠায় যা করা প্রয়োজন সবই করা হবে। একই সাথে দলীয় কার্যক্রম জোরদার করে দলকে এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান তিনি।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments