জৈন্তাপুরে আ.লীগ প্রার্থীর ৩ গুণ ভোট পেয়ে বিএনপি নেতার জয়
৭তম ধাপে ইউপি নির্বাচনে সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার নিজপাট ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর ৩গুণের বেশি ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মো. ইন্তাজ আলী।
উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ইউনিয়নের ৯টি কেন্দ্রে বিজয়ী জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলী তিনি ভোট পেয়েছেন ৬ হাজার ১০টি। আর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল মতিন শাহীন পেয়েছেন ১ হাজার ৭শত ৯০ ভোট। তাঁদের দুজনের ভোটের ব্যবধান ৪ হাজার ২শত ২০টি। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা ৮ প্রার্থীর মধ্যে নৌকার প্রার্থীর অবস্থান চতুর্থ।
৭ ফেব্রুয়ারী সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিজপাট ইউনিয়নের ৯টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ হয়। ইউনিয়নে ভোটার ২১ হাজার ৬শত ৭৪ জন।
জৈন্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসানাত জানান, জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নে নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়া ৮ প্রার্থীর মধ্যে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মো. ইন্তাজ আলী ৬ হাজার ১০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মালিক পাখি ৪ হাজার ১শত ২১ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. নাজিম উদ্দিন ৩ হাজার ১শত ৮২ ভোট, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মতিন শাহীন ১ হাজার ৭শত ৯০ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. ইসলাম উদ্দিন ৩শত ৮৩ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আলীম উদ্দিন ১শত ৬৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন ১শত ৪৩ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. জসিম উদ্দিন ৫৬ ভোট পেয়েছেন।
দলীয় প্রার্থীর ভরাডুবি প্রসঙ্গে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ বলেন, ‘ইউপি নির্বাচনে আঞ্চলিকতা একটি বড় বিষয়। এছাড়া প্রার্থী ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সমন্বয়হীনতায় দলীয় প্রার্থী কম ভোট পেয়েছেন বলে আমাদের পর্যবেক্ষণে দেখা গেছে। এই প্রার্থী আগে সরকারি কর্মচারী ছিলেন। সে জন্য স্থানীয় ভাবে ভোটারদের সঙ্গে তাঁর যোগাযোগ কম ছিল।’