test
বাড়িবাংলাদেশেজৈন্তাপুরে বিট পুলিশিং সভা অনুষ্টিত

জৈন্তাপুরে বিট পুলিশিং সভা অনুষ্টিত

সিলেটের জৈন্তাপুরে নিজপাট ইউনিয়ন বিট পুলিশের আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।

৭ ফেব্রুয়ারী রোববার দুপুর ১২টায় নিজপাট ইউনিয়ন পরিষদের সভাকক্ষে নিজপাট ইউনিয়ন বিট পুলিশের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। সভায় সোশাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী সভায় অফিসার ইনচার্জ মোঃ মহসিন আলীর সভাপতিত্বে ও এসআই মোঃ মাহবুবুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কানাইঘাট সার্কেল সিনিয়র এএসপি আব্দুল করিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত ওমর ফারুক, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাইর রহমান বাবুল। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নাগরিকগন।

প্রধান অতিথির বক্তব্য সিনিয়র এএসপি আব্দুল করমি বলেন, পুলিশ প্রশাসন এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার নিমিত্বে আন্তরিক ভাবে কাজ করছে। সরকারে নির্দেশনায় আইন বাস্তবায়নে পুলিশ কার্যক্রম পরিচালনা করছে। সেক্ষেত্রে পুলিশকে সার্বিক বিষয়ে এলাকার সচেতন মহল এগিয়ে আসতে হবে। আমি আশা রাখি আপনারা এলাকার অপরাধ দমনে পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments